• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : করোনা আক্ষেপ করে চলে যাবে

  শাহিনুল ইসলাম সাগর

০৩ জুন ২০২০, ১১:২৪
করোনা আক্ষেপ করে চলে যাবে
শাহিনুল ইসলাম সাগর

সবিশেষ অগ্নিদাহ্য, ঈষৎ পোড়া গন্ধ বেরোচ্ছে, করোনা উড়ছে, দেশ পুড়ছে, অভ্র লুকিয়ে দেখছে, তাল লয় ছন্দ মিলিয়ে কবিরাজি বয়ান চলছে, অপু বেহালা বিক্রি করছে, লক্ষ্মীপেঁচা ইতিহাস তৈরি করছে। মানবতা নাই, মানবিক নয় সাধ্যের নূন্যতম সাধন নাই, আছে লিপ্সা আছে, আছে মুখ লালনা ফর্দ, দেখছি দেখেই যাবো আমি নির্বাক শূন্য, আর এভাবেই একদিন আক্ষেপ করে করোনা চলে যাবে, এভাবে লিখতেও পাবো না, ছিলাম করোনা আবরণে যেতে হবে কারা বনে।

মজালও পাঠক, দেখেছো দেখেছো কিছু নেটিজেন সুশীল ভাবুক, ওরা ভয়ঙ্কর ওদের ফাঁদে অন্বেষী সুশীলরা অবরুদ্ধ।

ওঁরা মূল্যবান, ওঁরা খলিফাদের তালুবন্দি বুদ্ধিজীবী, ওদের দরদ দেশে নয় ,দশে।

ওঁরা মাতৃভক্তি লেলিয়ে আশ্রম খুঁজে, পরিত্রাণ পেতে কবিরাজ ধরে ওঁরা বাহাদুর, ওঁরা ই নাটেরগুরু।

কিছু থাকলে অসহায়দের দিয়ে দাও, না থাকলে টুটি চেপে ধরো নতুবা ভ্রষ্ট হবে লক্ষ্মীপেঁচাটি।

আর, এভাবেই একদিন আক্ষেপ করে করোনা চলে যাবে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড