• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালবৈশাখী ঝড়

  অজিত বৈদ্য

১৫ মে ২০২০, ১২:২১
কালবৈশাখী ঝড়
কালবৈশাখী ঝড়

ধরণীতে এলো ঝড় ; মেঘেদের গর্জন উঁকি মেরে ঢেকে যায় ছায়াতলে সূর্য অভ্যাস রীতিনীতি নেহাৎ তার বর্জন। বর্জ্র-নীনাদে ফেটে যায় হৃদয়ের দম্ভ থরথর ত্রাসে কেঁপে ওঠে প্রলয়ের স্তম্ভ বাতাসে ধূলা ওড়ে কুণ্ডলী পাকিয়ে দানবেরা হানা দেয় সীমান্ত হাঁকিয়ে।

অবলীলায় ভেঙে-চূরে সুখ-নীড় একাকার বাড়ি-ঘর উড়ে যায়, নিঃস্বের হাহাকার। চারিধারে ঘুরে ফিরে!বাতাসের তাণ্ডব প্রিয়জন কেড়ে নেয়, অসহায় বান্ধব।

বিজলীর ঝলসানি, বজ্রের হুংকার ভয়ে মোর প্রাণ আছে, অবশেষে খুনকার? ধ্বংসের তাণ্ডবে বারি-ধারা উপমায় ধরাধাম বিনিয়োগে ঝড়ো হাওয়া খুব চায়। চারিদিকে আবছায়া আঁধারের কালোতে এক ঝলক হাসি দেয় বজ্রের আলোতে। তাণ্ডবে মনে ভাসে প্রলয়ের রাত্রি সীমাহীন বন্দরে আজ মরণের যাত্রী।

ঝড়ের কবলে আজ ধ্বংসের স্তূপ জীবনের কোলাহল হয়ে গেছে নিঃশ্চুপ। গাছ পালা ভেঙে সব উদীয়মান দণ্ড মানুষের সব আয়োজন নিমিষেই পণ্ড। থেমে গেছে জীবনের চলন্ত গতিটা পারবে কি পোষাতে এ বিশাল ক্ষতিটা?

কভু মোরা নাহি দেবো আশাবাদ প্রত্যেকের প্রেরণায় হবে সাহসের চাষাবাদ। নদী ভেঙে গড়ে তীর জমে পলি আস্তর- মহাতেজে মেঘ ফুঁড়ে হেসে ওঠে ভাস্কর। প্রলয়ের দোলা মাঝে শৈশব বৈশাখে জীবনের নতুন সুর বজ্রের ঐ-শাঁখে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড