• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : নষ্ট পৃথিবীর নষ্ট একজন

  আশরাফ জুয়েল

১০ মে ২০২০, ১০:০৫
নষ্ট পৃথিবীর নষ্ট একজন
নষ্ট পৃথিবীর নষ্ট একজন

নিরন্ন মানুষের মধ্যে শুধুই হাহাকার, খড়কুটোও আজ মেলেনা তাদের কপালে।

এদিকে চরম নিষ্ঠুরতায় ন্যাংটো মানুষের মিছিলে মানচিত্র খোদায় করছে কতিপয় শকুনের দল, গভীর ষড়যন্ত্রে সংবিধান চিবুচ্ছে আয়েশে।

ভোগ ও বিলাসের সত্যি কি নিরাপদ উপকরণ!

সব সত্যকে সত্য এবং সমস্ত মিথ্যাকে মিথ্যা মেনে নেয়ার পেছনে একটি যুক্তিও অবশিষ্ট রইল না।

অচেনা রাতের গর্ভে নড়েচড়ে বাসা বাধে একপিণ্ড রক্তমাংস !

বৃদ্ধ পৃথিবী চৌকাঠে বসে খুকখুক করে কাশে আর মুখভর্তি তামাকের ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রশ্ন ছোঁড়ে খোলা দিগন্তে, কে সে ? কে ?

আকাশের গায়ে ধাক্কা লেগে আবার প্রশ্ন আকারেই ফিরে আসে বৃদ্ধের কানে কে সে ? কে ?

তার যৌবন তো লুট হয়েছে কবেই কতোদিন তার ক্ষরিত উত্তাপে উর্বর হইনি কোনও জঠর

তবে কে সে ? কে ?

পৃথিবী ভাবে, গভীর থেকে আরও গভীরে অবশেষে ফিরে আসে নিজের মধ্যে আর খেদোক্তি আওড়ায়

মরে যা, মরে যা, তোরা সব মরে যা, তোদের দেহ যেন মাটি কোনোদিনও না খায়, তোদের কলুষিত আত্মা যেন কোনোদিনও ঠায় না পায় শান্তির কাতারে,

মরে যা ,মরে যা তোরা সব মরে যা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড