• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মণিপুরি মুসলিম গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান​

  নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২০, ১৫:১০
মণিপুরি  ইতিহাস
ছবি : মণিপুরি মুসলিমদের ইতিহাসের মোড়ক উন্মোচন

ভারতের মণিপুর রাজ্য থেকে সিলেটে ৪০০ বছরের মণিপুরি মুসলিমদের ইতিহাস নিয়ে শিক্ষক ও সংগঠক সাজ্জাদুল হক স্বপনের লেখা বই ‘মণিপুরি মুসলিম’-এর মোড়ক উন্মোচন হয়েছে।​

মৌলভীবাজারে কমলগঞ্জে আদমপুর বাজার গত ১৩ মার্চ (শুক্রবার) বিকালে তেতই গাঁও, মণিপুরি কালচারাল কমপ্লেক্স মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, এ দেশের মণিপুরি মুসলমানদের​ লেখক ও গবেষকের জন্য এ বই খুব ভালো ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি হবিগঞ্জ জেলার​ স্থানীয় সরকার উপপরিচালক উপসচিব নুরুল ইসলাম বলেন, ‘এমন একটি লেখা আমাদের মণিপুরি মুসলিমদের সম্পর্কে জানতে আরও বেশি উৎসাহিত করবে। বইটি ইতিহাস​ এবং সংস্কৃতি​ জানতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান​ বিলকিস বেগম, লেখক ও গবেষক​ আহমদ সিরাজ, মণিপুরি মুসলমানদের ইতিবৃত্ত বইয়ের লেখক ও গবেষক হাজী মো. আব্দুস সামাদ, কমলগঞ্জ প্রতিনিধি, প্রথম আলোর মজিবুর রহমান রজ্জু ও বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ বক্তব্য দেন।​ ​

হুমায়ুন রেজা সোহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি মুসলিম গ্রন্থকার শিক্ষক ও সংগঠক সাজ্জাদুল হক স্বপন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরি পত্রিকা সম্পাদক ও সংগঠক সুশীল কুমার সিংহ, কবি ও লেখক সনাতন হামোম ও বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোসাহিদ আলী।​

উল্লেখ্য, বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে স্বকীয় সত্তা বজায় রেখে সহ-অবস্থানকারী অতি স্বল্প পরিচিত ক্ষুদ্র​ নৃ-গোষ্ঠী মণিপুরি মুসলমান নিয়ে লেখা মণিপুরি মুসলিম গ্রন্থটিতে বৃহত্তর সিলেট তথা বাংলায় পাঠানশক্তির উত্থান ও পতনের ইতিহাসের সাথে মণিপুরি মুসলমান জাতির উৎপত্তির ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং মণিপুরি মুসলমানদের সামাজিক কাঠামো ও আচার অনুষ্ঠানের সুচিত্র ফুটে ওঠে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড