• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বইয়ের বার্তা

গ্রন্থমেলায় হিমাদ্রী চৌধুরীর ‘অন্ধ আইনের চক্ষু দান’

  সাহিত্য ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৬
প্রচ্ছদ
প্রচ্ছদ : কাব্যগ্রন্থ ‘অন্ধ আইনের চক্ষু দান’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ আনন্দম থেকে প্রকাশ হচ্ছে হিমাদ্রী চৌধুরীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অন্ধ আইনের চক্ষু দান’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ইবনে শামস।

ভেদ আর অভেদের সমীকরণে আইন একটি মূক আচার, যার কোনো চোখ নেই; অন্ধ। এক আঁকা আলোর অভাবে চরম মিথ্যা রূপ নেয় প্রতিষ্ঠিত সত্যে। রুমাল বিহীন এই অন্ধকার মুছতে জানে না যেমন বেশ্যার ঠোঁটে লেগে থাকা শোক, তেমনই প্রজন্মের ছাইগাদাও।

আইন শব্দটি একটি কুকুর, বিচিত্র শোরগোল, বিচিত্র ভ্রুণ তার, (আবার) মোমবাতির পবিত্র আলোও সে। আইন যখন বলে নগ্ন হও তখন জড় হয় জ্যোৎস্না, যখন বলে পরিধান করো থুতু তখন ঘরছাড়া বহু কানাকড়ি দাম। হিমাদ্রী চৌধুরীর ‘অন্ধ আইনের চক্ষু দান’-এ চেষ্টা করেছেন ভেদ আর অভেদের সমীকরণ মেলাতে।

গ্রন্থটি সম্পর্কে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘এই বইটি মূলত একটা জার্নি কিংবা আমার যাপিত জীবনের ভাষা যা আমি বলতে চাই। গ্রন্থটি যে কেউ চাইলে গ্রহণ বা বর্জন করার অধিকারও রাখেন।’

আরও পড়ুন : গ্রন্থমেলায় আসছে তাত্ত্বিক গ্রন্থ ‘গণমাধ্যমের গন্তব্য’

গ্রন্থটি পাওয়া যাবে গ্রন্থমেলার আনন্দম প্রকাশনী ৬৯৭ নম্বর স্টলে এবং চলন্তিকার ৬৭১ নম্বর স্টলে।

ওডি/এসএন

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড