• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিমিষেই মশা দূর করার কার্যকরী উপায় 

  অধিকার ডেস্ক    ১২ জুন ২০১৯, ২২:৪২

প্রায় সবার বাড়িতেই রয়েছে মশার উপদ্রব। বাসাবাড়িতে বা অফিসে মশা তাড়াতে মশারি, কয়েল, স্প্রে বা ইলেকট্রিকাল লিকুইড জাতীয় পদার্থের ব্যবহার লক্ষ্যণীয়। তবে ঘরোয়া উপায়েই নিমিষে দূর করা যায় মশা। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে তাড়াবেন মশা-

প্রথমে কিছু কালো কফি ভালো করে শুকিয়ে নিতে হবে, এরপর ঘরের ঠান্ডা ও শুকনো জায়গায় কফিগুলো রাখুন। ব্যবহৃত কফিও এ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, ব্যবহৃত কফি হলে পুরোপুরি শুকানোর সময় দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে শুকনো কফি সমান জায়গায় রাখুন। নিশ্চিত করতে হবে শিশু বা পোষা প্রাণীরা যেন নাগাল না পায়। এবার দিয়াশলাই দিয়ে কফি পুড়িয়ে ধোঁয়া উত্‍পন্ন করতে হবে। যদি চান তবে জ্বলন্ত কয়লা দিতে পারেন কফির ওপর। এভাবেই ধীরে ধীরে কফি পুড়বে ও দ্রুত মশা দূর হবে।

শুকনো কফি লম্বা করে বিছিয়ে একদিকে আগুন ধরিয়ে দিলে তা ধীরে ধীরে জ্বলে একইভাবে মশা তাড়াবে। মশার পাশাপাশি পিঁপড়ার মতো পোকাও দূর করে এটি। সে ক্ষেত্রে যেখানে পিঁপড়া বেশি সেখানে ব্যবহৃত কফির তলানি ছিটিয়ে দিলে পিঁপড়া আর থাকবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড