• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালের গুঁড়োর ফেসপ্যাকে দূর হবে ত্বকের মরা চামড়া

  অধিকার ডেস্ক    ১৭ মার্চ ২০১৯, ১৪:০৬

চালের গুঁড়ো ফেসপ্যাক
ত্বকের মরা চামড়া দূর হবে চালের গুঁড়ো ফেসপ্যাকে (ছবি: এয়ার ফ্রেশনার)

প্রতিদিনের কাজে কমবেশি বাইরে আমাদের যেতেই হয়। আর বাইরে গেলে ধুলাবালি ত্বকে আটকে যাবে এটি খুব স্বাভাবিক। আর এর কারণে ত্বকে মরা চামড়া জমে গিয়ে ত্বক বিবর্ণ হয়ে উঠতে সময় লাগে না। আবার পার্লারে গিয়ে ত্বকের এই সমস্যা দূর করার সময়ও হাতে নেই। এই সমস্যা দূর করতে খুব বেশি না ভেবে নিজেই ঘরে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। এই সমস্যা দূরীকরণে চালের গুঁড়ার ফেসপ্যাক বেশ উপকারী। এমনকি ব্ল্যাকহেডস দূর করতেও উপকারী এটি।

ফেসপ্যাকটি বানাতে যা যা লাগবে-

চালের গুঁড়ো (একদম যেন মিহি না হয়), লেবু, মধু, গ্রিন টি

ফেসপ্যাকের ব্যবহার:

১। চালের গুঁড়োর সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যাসিডিক উপাদান প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করতে বেশ সহায়ক।

২। এবার এর সাথে প্রয়োজনমতো গ্রিন টি লিকার মিশিয়ে পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন পেস্ট যেন অতিরিক্ত পাতলা না হয়।

৩। পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিয়ে তাতে এই ফেসপ্যাকটি লাগিয়ে নিন। কিছুক্ষণ পর প্যাকটি শুকিয়ে আসলে অল্প পানি ছিটিয়ে ঘষে নিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ত্বক মুছে ফেলুন।

তথ্যসূত্র: স্টাইল ক্রেজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড