• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকায় ইরানি খাবার উৎসব শুরু আজ 

  নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৮
ইরানি খাবার
ইরানি খাবার (ছবি : সংগৃহীত)

রাজধানীর হোটেল সেরিনায় শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ইরানি খাবার উৎসব। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সাত দিন উৎসব চলাকালীন সময়ে বুফে ডিনার করতে পারবেন ইরানি খাবার প্রেমীরা।

শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফারসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবের উদ্বোধন করা হবে।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির নানা রূপ তুলে ধরতে ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও হোটেল সেরিনার যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিশিষ্ট ইরানি শেফ হোসাইন নাজমি। তার তত্ত্বাবধানেই প্রস্তুত করা হবে নানান স্বাদের বিভিন্ন রকমের খাবার।

যারা ইরানি খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বুফে ডিনারে থাকবে শত পদের খাবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড