• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুলের আগা ফাটা সমস্যায় কার্যকরী দুটি হেয়ার প্যাক

  অধিকার ডেস্ক    ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:৫৭

চুল
ছবি : প্রতীকী

অনেকেই চুলের আগা ফাটা সমস্যায় ভুগে থাকেন। এতে চুল বিবর্ণ হয়ে যায়। চাইলে প্রাকৃতিক উপাদানে তৈরি দুটি হেয়ার প্যাক ব্যবহারের মাধ্যমে রোধ করতে পারেন এই আগা ফাটা সমস্যা। আর এই হেয়ার প্যাকগুলো ব্যবহার করতে আপনার লাগবে মাত্র ৩০ মিনিট।

তাহলে চলুন জেনে নিই কী উপায়ে তৈরি করবেন এ প্যাকগুলো আর কীভাবে ব্যবহার করবেন- হেয়ার প্যাক ১ :

একটি বাটিতে ২ টেবিল চামচ মধু নিন, সঙ্গে মেশান ১ টেবিল চামচ আমন্ড অয়েল আর ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার। এবার এই প্যাকটি চুলের আগায় লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ভেষজ বা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

হেয়ার প্যাক ২ :

একটি ডিম ফেটিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। তার সঙ্গে যোগ করুন করুন ১ টেবিল চামচ অলিভ অয়েল। চুলের আগায় এ প্যাক লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

মনে রাখবেন :

● ২/৩ দিন পরপর চুলে তেল দেওয়ার অভ্যাস করুন। এতে সহজে চুলের আগা ফাটবে না।

● কয়েক মাস অন্তর অন্তর চুলের আগা ছেঁটে ফেলবেন। এতে চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল।

● সপ্তাহে অন্তত একদিন চুলে ভেষজ হেয়ার প্যাক ব্যবহার করুন।

তথ্য : দ্য ইন্ডিয়ান স্পট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড