• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুধের ফেসপ্যাকে উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক

  লাইফস্টাইল ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ১০:৪১
দুধের ফেসপ্যাক
দুধের ফেসপ্যাকে উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক (ছবি : সংগৃহীত)

হেমন্তের হিমেল হাওয়া আর ঠুনকো কুয়াশার চাদরে নতুন রূপে সাজছে প্রকৃতি। তবে শীত মানেই রুক্ষ ও প্রাণহীন ত্বক। তাই এই শীতে বাড়তি যত্ন চাই ত্বকের।

এ ক্ষেত্রে রূপচর্চায় দুধের ব্যবহার বহু পুরনো। প্রাচীনকাল থেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের শুষ্কতা দূর করতেও জুড়ি নেই দুধের। জেনে নিন কয়েকটি দুধের ফেসপ্যাক সম্পর্কে-

* অল্প পরিমাণ দুধ সরাসরি লাগান ত্বকে। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

* ২ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* ভেতর থেকে ত্বকের ময়লা দূর করতে পারে দুধ। এজন্য অল্প পরিমাণে দুধ নিয়ে তুলার সাহায্যে ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন কয়েক মিনিট। ৫ থেকে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

* দুধের সঙ্গে দুই টুকরো পাকা পেঁপে মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।

আরও পড়ুন : ৩০ দিনেই ডায়াবেটিসে বাজিমাত!

* ২ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ মধু এবং অল্প পরিমাণে গরম পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

তথ্যসূত্র : বোল্ডস্কাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড