• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতেও ঠোঁট থাকুক প্রাণবন্ত

  লাইফস্টাইল ডেস্ক

০৭ নভেম্বর ২০২০, ১২:০১
ঠোঁটের যত্ন
শীতেও ঠোঁট থাকুক প্রাণবন্ত (প্রতীকী ছবি)

হেমন্তের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনের। যদিও শীত এখনও পুরোপুরি পড়েনি কিন্তু এরই মধ্যে টানটান হতে শুরু করেছে ত্বক। ঠোঁটেও লাগতে শুরু করেছে রুক্ষতার ছোঁয়া। শীতে ঠোঁট ফাটার সমস্যা থেকে রক্ষা পেতে এ সময় ঠোঁটের খানিকটা বাড়তি যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন।

ঠোঁটে যেন মরা চামড়া না জমে সেজন্য নিয়মিত স্ক্রাবিংয়ের প্রয়োজন। এক্সফোলিয়েশনের উপকারিতার সাথে আমরা সবাই পরিচিত। এটি মৃত এবং নিস্তেজ ত্বক অপসারণ করে এবং ত্বক চাঙা করে। মৃত ও শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয় এবং ঠোঁটকে নরম করে তোলে স্ক্রাবিং। ঠোঁটের মরা চামড়া দূর করা প্রয়োজন কেন?

- এটি ত্বককে নরম করে তোলে। - ফাটা ঠোঁট ঠিক করে। - ঠোঁটকে হাইড্রেটেড রাখে। - লিপস্টিকটিকে আরও দীর্ঘ সময় ধরে রাখে। - এটি শুষ্ক ঠোঁট ঠিক করে

আরও পড়ুন : শীতেও ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল

কীভাবে স্ক্রাবিং করবেন ঠোঁট

* ঠোঁট থেকে আগের মেকআপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন।

* ১ চা চামচ চিনির সঙ্গে ২ চা চামচ চিনি মিশিয়ে অল্প পরিমাণে নিয়ে তা ঠোঁটের উপরে লাগান। অলিভ অয়েলের সঙ্গে চিনি মিসিয়েও বানাতে পারেন লিপ স্ক্রাব।

* প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে ঠোঁটে স্ক্রাব করুন।

* স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন।

* শেষে ঠোঁটে লিপ বাম লাগান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড