• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখ হারাতে বসছেন না তো?

  স্বাস্থ্য ডেস্ক

১৭ অক্টোবর ২০২০, ১১:৪২
কন্টাক্ট লেন্স
কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখ হারাতে বসছেন না তো? (প্রতীকী ছবি)

চশমা ব্যবহারের বদলে কিংবা ফ্যাশন অনেকেরই পছন্দ কন্টাক্ট লেন্স। এটি ব্যবহার করলে আমাদের চেহারায় পরিবর্তন আসে। তবে লেন্স ব্যবহার করে কিছুটা সৌন্দর্য বাড়াতে গিয়ে উল্টো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে করোনাকালে চোখের মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করতে পারে ভয়াবহ এই ভাইরাস। তাই এই সময়ে কন্টাক্ট লেন্স ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ওসমান গণি বলেন, চোখ খুবই স্পর্শকাতর চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো। যদি সেটা প্রয়োজন না হয়। এ ক্ষেত্রে তিনি কন্টাক্ট লেন্স ব্যবহারের কিছু ঝুঁকির কথাও উল্লেখ করেন-

* এটি থেকে চোখে এলার্জি হতে পারে। কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের নানা সমস্যায় আক্রান্ত হন।

* চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা-ও হতে পারে।

* কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে।

* লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

এ জন্য সতর্কতা হিসেবে, লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে না যাওয়ারও পরামর্শ দেন ডাক্তার গণি। তিনি বলেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা মোটেও ঠিক নয়।

করণীয়?

* কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ও মেয়াদোউত্তীর্ণ তরল ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : সাবধান! ফল নেগেটিভ হলেও এই ৩ কারণে হতে পারেন আক্রান্ত

* দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে নিতে হবে।

আর এই করোনাকালে চোখের বিষয়ে থাকতে হবে বাড়তি সর্তক। এ ক্ষেত্রে অবহেলা হলে হারাতে পারেন মূল্যবান চোখও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড