• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুদিনা পাতার ফেস প্যাকে ত্বকের যত্ন

  লাইফস্টাইল ডেস্ক

১৩ অক্টোবর ২০২০, ১৬:২৩
পুদিনা পাতা
পুদিনা পাতার ফেস প্যাকে ত্বকের যত্ন (ছবি : সংগৃহীত)

সঠিক পরিচর্যার অভাব, ধুলাবালি, দূষণ ও অযত্নে ত্বক হয়ে পড়ে নির্জীব। একই সঙ্গে হারিয়ে যায় ত্বকের উজ্জ্বলতা। এ ক্ষেত্রে কয়েকটি ফেস প্যাকের সাহায্যে প্রাকৃতিকভাবে ত্বক রাখতে পারেন পরিষ্কার ও প্রাণবন্ত। জেনে নিন-

* রাতে ঘুমানোর আগে পুদিনা পাতার রস লাগিয়ে রাখুন ত্বকে। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে। এছাড়া পুদিনা পাতা কুসুম গরম পানি দিয়ে ছেঁচে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে। ত্বক হবে উজ্জ্বল।

* ১/৪ কাপ কোকো পাউডার, ২ চা চামচ ক্রিম, ১/৪ কাপ পাকা পেঁপে, ২ চা চামচ ওটমিলের সঙ্গে প্রয়োজনমতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : আকর্ষণীয় মিনি সিঙ্গারা তৈরি করুন ঘরেই

* আখরোট গুঁড়া করে পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে ঘষুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

* হলুদের গুঁড়ার সঙ্গে আখের রস মিশিয়ে ত্বকে লাগান। এটি দূর করবে বলিরেখা।

* সমপরিমাণ চালের আটা ও দুধ মিশিয়ে নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে এই প্যাক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড