• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবধান! স্যানিটাইজার ব্যবহারে দৃষ্টিহীন হতে চলেছেন না তো?

  অধিকার ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১
স্যানিটাইজার ব্যবহার
সাবধান! স্যানিটাইজার ব্যবহারে দৃষ্টিহীন হতে চলেছেন না তো? (প্রতীকী ছবি)

মহামারি রূপে দেশে দেশে ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম ধাক্কা সামলে বিশ্ব এখন অভ্যস্ত হচ্ছে নিউনর্মাল লাইফে। এরই ধারাবাহিকতায় ঘরবন্দি মানুষদের বাইরে বের হতে হচ্ছে, প্রত্যেকে ছুটছেন দৈনন্দিন কাজে। আর এই সময়ে সচেতন মানুষমাত্রই সঙ্গে রাখছেন হ্যান্ড স্যানিটাইজার। পাশাপাশি বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন- ভাইরাসমুক্ত থাকতে কাজের ফাঁকে ফাঁকে ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।

তবে গবেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, এই হ্যান্ড স্যানিটাইজারে লুকিয়ে রয়েছে মারাত্মক বিপদ। হাতে গোনা কিছু ব্যান্ডের ছাড়া প্রায় সব স্যানিটাইজারে রয়েছে বিপদজ্জনক মিথানল। স্যানিটাইজারে ৪ শতাংশের বেশি মিথানল থাকলেই তা ডেকে আনতে পারে ভয়াবহ ক্ষতি।

ভারতের ‘কনজুমার গাইডেন্স সোসাইটি অব ইন্ডিয়ার’ (সিজিএসআই) তত্ববধানে সাম্প্রতিক এক সমীক্ষায় স্যানিটাইজারে ক্ষতিকর মিথানল থাকার বিষয়টি উঠে এসেছে। এতে বাংলাদেশের বাজারে করোনাকালে নাম-বেনামে ছড়িয়ে পড়া স্যানিটাইজার নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। কারণ অধিকাংশ স্যানিটাইজারের লেভেলে মিথানলের উপস্থিতি আছে কিনা তা নিয়ে তথ্য নেই।

মিথানল কী ক্ষতি করে?

মিথানল রীতিমতো বিষাক্ত। এটি আপনাকে প্রচন্ড অসুস্থ করে তুলতে পারে। বমি, মাথায় যন্ত্রণা, দৃষ্টিহীনতার মতো সমস্যাও হতে পারে। মিথানলের উপস্থিতি থাকা স্যানিটাইজার থেকে বিষাক্ত পদার্থ আপনার ত্বকের মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে তা শরীরে মিশে যায়। এরপরেই শুরু হয় সমস্যা। ভারতের সিজিএসআই মন্তব্য- ‘কোনোভাবেই মিথানল মিশ্রিত স্যানিটাইজার ব্যবহার করা যাবে না।’

আরও পড়ুন : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুর

এ ক্ষেত্রে করণীয় কী?

বাজার থেকে স্যানিটাইজার কেনার সময় অবশ্যই লেভেল পড়ে কিনুন। লেভেল ছাড়া বাজারজাত করা স্যানিটাইজার কেনা থেকে বিরত থাকুন। পাশাপাশি বাড়িতে অবস্থানকালে স্যানিটাইজার এড়িয়ে ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করুন। যা অনেক বেশি নিরাপদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড