• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

 গোলাপের পাপড়ি কমাবে চোখের নিচের কালো ও ফোলাভাব

  লাইফস্টাইল ডেস্ক

২০ আগস্ট ২০২০, ২২:৪৮
চোখ
ছবি : সংগৃহী

গোলাপ ফুলের সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে না এমন মানুষের সংখ্যা খুব কম। সৌন্দর্য বৃদ্ধিতে গোলাপের ব্যবহার সর্বজন স্বীকৃত।

তবে গোলাপ শুধু সৌন্দর্য বৃদ্ধিই করে না এর রয়েছে আরও নানা গুন। আমাদের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে গোলাপের রয়েছে বেশ সুনাম। গোলাপ জল ত্বককে কোমল করতে এবং পুষ্টি দিতে সাহায্য করে। এছাড়া এ ফুল চোখের নিচের কালো ও ফোলাভাব, ত্বকের লালচে ভাব এবং চুলকানির প্রাদুর্ভাব কমিয়ে এনে ত্বকের মাঝে লাবণ্য বৃদ্ধি করে। ত্বকের সমস্যা সমাধানে যেকোনো ভালো ওষুধের দোকান থেকে গোলাপ জল কিনে ব্যবহার করে অনেকেই। তবে আপনি চাইলে গোলাপের পাপড়ি দিয়ে ঘরেই গোলাপ জল তৈরি করে নিতে পারেন। আপনার তৈরি গোলাপ জল হবে আরও বেশি নিরাপদ।

আসুন জেনে নিই, ত্বকের যত্নে কীভাবে গোলাপ ব্যবহার করবেন- যা যা প্রয়োজন

একটি তাজা গোলাপের পাপড়ি, এক গ্লাস গরম পানি।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

গোলাপের পাপড়ি ছিঁড়ে একটি সসপ্যানে নিন। এবার তাতে এক গ্লাস গরম পানি ঢেলে দিন। ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর গোলাপের পাপড়িগুলো তুলে ফেলে দিন। এখন এই গোলাপের পানি তুলার বলে লাগিয়ে চোখের নিচের কালো অংশে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। প্রতিদিন সকালে এবং বিকালে চোখের নিচে এই গোলাপজল ব্যবহার করুন। এতে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ দূর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড