• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘদিন লেবু তাজা রাখার কৌশল

  লাইফস্টাইল ডেস্ক

০৭ জুলাই ২০২০, ১৬:০৯
লেবু
দীর্ঘদিন লেবু তাজা রাখার কৌশল (ছবি : সংগৃহীত)

বাংলা দিনপঞ্জিকায় গ্রীষ্মকাল বিদায় নিলেও গরমের তীব্রতা কমেনি এখনো। এই গরমে এক গ্লাস তাজা লেবুর শরবত স্বস্তি এনে দেয় মনে। এছাড়া সালাদ কিংবা যেকোনো খাবারে চমৎকার সুগন্ধ ও স্বাদ যোগ করতে জুড়ি নেই এর। ভিটামিন সি এর অন্যতম উৎস লেবু দীর্ঘদিন টাটকা রাখতে চাইলে সংরক্ষণ করতে হবে সঠিক নিয়মে। জেনে নিন দীর্ঘদিন লেবু তাজা রাখার কৌশল-

* লেবু তাজা রাখতে ফ্রিজে রাখুন। এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

* এক মাস পর্যন্ত তাজা রাখতে চাইলে জিপলক ব্যাগ অথবা মুখবন্ধ বাটিতে ফ্রিজে রাখুন লেবু।

* অর্ধেক লেবু ব্যবহার করার পর বাকি অর্ধেক রাখার সময় মুখবন্ধ বাটিতে রাখুন। তবে কয়েকদিনের মধ্যেই এটি ব্যবহার করে ফেলতে হবে।

* একটি কাচের বয়ামে লেবু নিয়ে পানি ভর্তি করে নিন। এবার পানি ও লেবুসহ বয়ামটি ফ্রিজে রেখে দিন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে লেবু।

* লেবুর রস কিছুদিনের জন্য রাখতে পারেন ফ্রিজে। তবে বেকিং অথবা রান্নায় ব্যবহার করবেন। লেমোনেড কিংবা সালাদে ব্যবহার করবেন না। অনেক দিনের জন্য লেবুর রস সংরক্ষণ করতে চাইলে আইস ট্রেতে করে ফ্রিজারে রেখে জমিয়ে নিন। জমানো রস ট্রে থেকে বের করে জিপলক ব্যাগে ফ্রিজারে রেখে দিন আবারও।

আরও পড়ুন : ডায়াবেটিস যেসব রোগের কারণ হতে পারে

* লেবু স্লাইস করে মুখবন্ধ বাটি অথবা জিপলক ব্যাগে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে।

* আপেল অথবা কলার সঙ্গে সংরক্ষণ করবেন না লেবু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড