• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন অরেঞ্জ চকোলেট কেক তৈরির সহজ রেসিপি

  লাইফস্টাইল ডেস্ক

০১ জুন ২০২০, ১৯:২১
কেক
জেনে নিন অরেঞ্জ চকোলেট কেক তৈরির সহজ রেসিপি (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়টায় ঘরে তৈরি খাবারই একমাত্র ভরসা। কিন্তু মিষ্টি খাবার, কেক খেতে মন চাইলে? সে ক্ষেত্রেও বাড়িতেই তৈরি করে নিতে পারেন। কীভাবে?

হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারবেন অরেঞ্জ চকোলেট কেক। জেনে নিন রেসিপি-

উপকরণ

* ২৫০ গ্রাম ডিম * ১২৫ গ্রাম চিনি * ২ গ্রাম কমলালেবুর খোসা * ৭৫ গ্রাম মধু * ৭৫ গ্রাম গুঁড়া আমন্ড * ১২০ গ্রাম ময়দা * ২৫ গ্রাম কোকো পাউডার * ৮ গ্রাম বেকিং পাউডার * ১২০ গ্রাম হুইপিং ক্রিম * ৭৫ গ্রাম মাখন * ৫০ গ্রাম ডার্ক চকোলেট।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ডিম, চিনি আর কমলার খোসা মিশিয়ে নিন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এর মধ্যে যোগ করে দিন আমন্ডের গুঁড়া আর মধু।

ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার যোগ করুন ওই মিশ্রণের মধ্যে। ঘরের তাপমাত্রায় ক্রিম ফেটিয়ে নিন ভালো করে। সেটাও দিয়ে দিন মিশ্রণে। এবার মাখন আর ডার্ক চকোলেট গলিয়ে নিন। এরপর মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

আগে থেকে কেক টিন রেডি করে রাখুন। মাখন লাগিয়ে নিন, তার উপর হালকা হাতে ময়দা ছেটান। এবার মিশ্রণটা ঢেলে দিন, খানিকক্ষণ এভাবেই রেখে ফিতে হবে। ওভেন গরম করে নিন ১৪০ ডিগ্রি তাপমাত্রায়। ৪৫ মিনিট বেক করলেই হয়ে যাওয়ার কথা। না হলে আরও খানিকক্ষণ রাখুন, কেকের মাঝে ছুরি ঢোকান। সেটা পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন যে কেক তৈরি।

আরও পড়ুন : করোনার সংক্রমণ এড়াতে বেশি বেশি আম খান

কমলার রস আর মধু মিশিয়ে একটি সিরাপ বানিয়ে রাখুন। গরম কেকের গায়ে এটি ভালো করে মাখিয়ে রেখে দিন। ব্যাস ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার এই খাবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড