• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলছে না বয়ামের ঢাকনা? জেনে নিন সহজ কৌশল

  লাইফস্টাইল ডেস্ক

৩০ মে ২০২০, ১৪:২১
বয়ামের ঢাকনা
খুলছে না বয়ামের ঢাকনা? জেনে নিন সহজ কৌশল (ছবি : সংগৃহীত)

আচারসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য রাখার জন্য কাচের বয়াম বহুল ব্যবহৃত। তবে এ ধরনের বয়াম বেশ কিছুদিন পর খুলতে গেলে প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। শক্ত হয়ে এঁটে থাকা ঢাকনা খুলতে পারেন কয়েকটি পদ্ধতি মেনে।

* খালি হাতে চেষ্টা করবেন না, হাত ভেজা থাকলে তো একেবারেই নয়। মোটা কাপড়, রাবার গ্লাভস বা গামছা হাতে মুড়িয়ে চেষ্টা করুন।

* পানি গরম করে একটি পাত্রে ঢেলে নিন, তবে ফুটন্ত পানি যেন না হয়। অতিরিক্ত গরম হলে কাচের বয়াম ফেটে যেতে পারে। গরম পানিতে বয়াম উল্টো করে ডুবিয়ে দিন। কয়েক মিনিট পর কাপড়ের সাহায্যে ধরে ঢাকনা খুলে ফেলুন।

* হেয়ার ড্রায়ার ধরে রাখুন ঢাকনা বরাবর। এক মিনিট পর রাবারের গ্লাভস পরে খুলে ফেলুন।

* যদি ঢাকনা চওড়া হয় তবে একটি রবার ব্যান্ড লাগিয়ে নিন ঢাকনার উপর। এটা ধরে চাপ দিয়ে ঢাকনা ঘোরান। প্রয়োজনে আরও একটি রবার ব্যান্ড ব্যবহার করুন।

আরও পড়ুন : গরমের মাঝেও হালকা গরম পানি পানে মিলবে যত উপকার

* বয়ামের নিচে হাত দিয়ে বা চামচ দিয়ে আস্তে করে আঘাত করুন। এতেও অনেক সময় সহজে খুলে আসে ঢাকনা।

* মাখন লাগানোর ছুরি সাবধানে ঢাকনা এবং বয়ামের মাঝখানে স্লাইড করে ঢুকিয়ে একটু মচকে নিন। এটি সাবধানে করতে হবে যেন বয়ামের ক্ষতি না হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড