• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইফতার হোক ডিমের তৈরি পাটিসাপটায়

  লাইফস্টাইল ডেস্ক

২১ মে ২০২০, ১৮:১০
পাটিসাপটা
ইফতার হোক ডিমের তৈরি পাটিসাপটায় (ছবি : সংগৃহীত)

ইফতারে পাটিসাপটার স্বাদ পাওয়া গেলে মন্দ কী? কিন্তু এটি তো সময়সাপেক্ষ ব্যাপার। কেমন হয় যদি ঝটপট এই পিঠা তৈরি করে নেওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক ইফতারের জন্য দারুণ সুস্বাদু ডিমের পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি-

উপকরণ

* দুধ দেড় লিটার * পোলাওর চালের গুঁড়া ২ কাপ * ডিম ১টি * ময়দা সিকি কাপ * চিনি আধাকাপ * চালের গুঁড়া ১ টেবিল চামচ * মালাই আধাকাপ * কুসুম গরম পানি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন ডিমের পাটিসাপটা

প্রথমে দুধ ঘন করে অল্প অল্প চিনি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করতে হবে। এরপর সামান্য দুধ তুলে ঠান্ডা করে ২ টেবিল চামচ চালের গুঁড়া গুলিয়ে দুধ ঢেলে দিতে হবে। পরে চুলা থেকে নামিয়ে মালাই মিশিয়ে আবার চুলায় দিয়ে একটু শুকনা শুকনা করে নামাতে হবে। ময়দা, চালের গুঁড়া, চিনি, ডিম ও পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

আরও পড়ুন : ঈদের মেন্যুতে সাদা পোলাওয়ের স্বাদ বাড়াবে চিকেন রোস্ট

এবার ফ্রাইপ্যানে সামান্য তেল লাগিয়ে বড় গোল চামচ দিয়ে এক থেকে দেড় চামচ গোলা ঢেলে প্যানে ঘুরিয়ে বড় রুটির মতো করে গোল করতে হবে। রুটি সেকা শুকিয়ে এলে ২ টেবিল চামচ দুধের ক্ষীর রুটির ওপর লম্বাভাবে দিয়ে রুটি ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড