• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাল রাখুন হাতের ত্বক

  লাইফস্টাইল ডেস্ক

২৯ মার্চ ২০২০, ০৯:১৯
করণীয়
ছবি - সংগৃহীত

করোনা থেকে বাচতে প্রতিনিয়ত হ্যান্ডওয়াস, সাবান দিয়ে হাত পরিষ্কার করতে করতে রুক্ষ হয়ে যাচ্ছে হাতের ত্বক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমণ আটকাতে এটা ভীষণ জরুরি। রুক্ষ ত্বককে কোমল করতে আছে নানা উপায়। কিভাবে রুক্ষ হাতের ত্বক কোমল করা যায় জেনে নেওয়া যাক এর করণীয়।

  • হাত কিন্তু খুব ভালো করে ধুতে হবে। ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। তবে খুব গরম বা ঠাণ্ডা পানি ব্যবহার করবেন না। ব্যবহার করুন কুসুম গরম পানি।
  • গ্লিসারিনসমৃদ্ধ সাবান ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। এছাড়া সাবানের পিএইচ লেভেল হাই থাকলে, তা অহেতুক ড্রাইনেস থেকে বাঁচায়। তাই লিকুইড সোপ ব্যবহার করা হাতের ত্বকের জন্য বেশি ভালো।
  • প্রতিবার হাত ধোওয়ার পর শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • হাত যদি বেশিমাত্রায় রুক্ষ হয়ে যায়, তাহলে কখনও কখনও সাবানের বিকল্প হিসেবে স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
  • হাত মোছার জন্য ডিসপোজেবল পেপার টিস্যু ব্যবহার করুন। পেপার টিস্যু দিয়ে পানি শুকিয়ে নেবেন হাতের। যদি তা সম্ভব না হয়, তাহলে বাড়ির প্রত্যেকের জন্য আলাদা তোয়ালের ব্যবস্থা করুন, যাতে জীবাণু সংক্রমণের ভয় না থাকে।
  • হাতের যত্নে দুই একটি প্যাক ব্যবহার করতে পারেন। ওটমিল গুঁড়া করে নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি দুই হাতের ত্বকে ভালো করে ঘষুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
  • ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিশ্রণটি দুই হাতে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড