• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিমিষেই দূর করুন ত্বকের ফাটা দাগ

  লাইফস্টাইল ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৫:৪৪
স্ট্রেচ মার্ক
ছবি : ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক

শরীরের বিভিন্ন অংশে যেমন- হাত, ঘাড়, বুক, কোমর, পেটের প্রাচীর, হাঁটুর পেছনে, উরুতে এক ধরনের ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক দেখা যায়। মূলত শরীরের বাড়তি ওজনের জন্য শরীরের বিভিন্ন অংশে ফাটা দাগ পড়ে।

অবশ্য বাড়তি ওজন ছাড়াও নারীদের ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর তলপেটে চামড়ার টানজনিত কারণে ফাটা দাগ দেখা যায়। অনেকেই এই ফাটা দাগ দূর করা অসম্ভব বলে মনে করেন। কিন্তু খুব সহজেই এই ফাটা দাগ দূর করা সম্ভব। চলুন জেনে নিই সহজ সেই উপায়-

প্রতিদিনের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। মাছ, ডিমের সাদা অংশ, দই, বাদাম, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার যথেষ্ট পরিমাণে খেতে হবে। কারণ, প্রোটিন ত্বককে জলযোয়িত রেখে শরীরের ফাটা দাগ দূর করতে সহায়তা করবে।

এছাড়া ঘৃতকুমারি পাতা নিয়ে এর ভেতরে থাকা জেলি জাতীয় পদার্থ বের করে ফাটা দাগের ওপর ২ ঘণ্টা লাগিয়ে অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে কিছু দিন ব্যবহার করলেই খুব তাড়াতাড়ি ত্বকের ফাটা দাগ দূর হবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড