• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ১৮:২২
প্রতিবন্ধী
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে (ছবি- দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এসময় ১১টি উপজেলার দুই শতাধিক প্রতিবন্ধীর এ চেয়ার বিতরণ করা হয়।

রবিবার (১৮ আগস্ট) সুনামগঞ্জে বিকাল ৪টায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড.পীর ফজলুর রহমান মিসবাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সমাজকর্মী সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।

সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মরবে না। এজন্য প্রতিটি মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আবাসনের ব্যবস্থা করছে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের কোনো বোঝা নয়, তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে তারাও উচ্চ শিক্ষা লাভের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে। তাই তাদেরকে করুণার চোখে না দেখে আসুন সবাই মিলে তাদের কল্যাণে পাশে দাড়ানোর আহবান জানান।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড