• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনী সরকারি কলেজে বিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  ফেনী প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, ২২:৩৫
র‍্যালি
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি (ছবি : সংগৃহীত)

ফেনী সরকারি কলেজ বিএনসিসির প্লাটুনের উদ্যোগে বিএনসিসির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল।

প্রফেসর আন্ডার অফিসার মো. আকতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু নছর ভূঁঞা, শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোক্তার হোসেন।

ক্যাডেট আন্ডার অফিসার হোসাইন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল শাহিন মিয়া, এক্স সিইউও হাছান মাহফুজসহ অত্র কলেজের ক্যাডেটবৃন্দ। ২০১৭ সালে প্লাটুনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্যাডেট কর্পোরাল তামজিদ উল্যাহ ও ক্যাডেট কর্পোরাল তাসলিমা সুলতানা মিলা এবং ২০১৮ সালে ক্যাডেট কর্পোরাল নোমান ও ক্যাডেট সার্জেন্ট মৌসুমী আক্তারকে সেরা ক্যাডেটের সম্মাননা প্রদান করা হয়। ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রফেসর আন্ডার অফিসার মো. আক্তার হোসাইনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড