• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধনা

  সানা উল্লাহ রিয়াদ

২২ মার্চ ২০১৯, ১৯:৩৭
আলেম সংবর্ধনা
নবীন আলেমদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটিয়া সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় নবীন আলেমদের সম্মানে 'নবীন আলেম সংবর্ধনা ও তারুণ্যের ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) জেলা সভাপতি নূর আহমদ তালহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছানা উল্লাহ রিয়াদের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন আলেমদের উদ্দেশ্যে বলেন, 'লেখাপড়াকে নির্দিষ্ট কনসেপ্টে সীমাবদ্ধ রাখা সমীচীন নয়। বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা দরকার।' এ সময় তিনি বিতর্কিত বিষয় এড়িয়ে চলার পরামর্শ দেন।

এছাড়া প্রধান বক্তার বক্তব্য দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তাঁর বক্তব্যে বলেন, ইসলামের মানদণ্ডে আধুনিকতাকে গ্রহণ করতে হবে। মৌলিক আকিদায় দৃঢ় থেকে আগামীর পাঠ সাজাতে হবে।'

'তারুণ্যের ক্যারিয়ার ভাবনা' বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম রিয়াদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের সহকারী পরিচালক আল্লামা ড.জসিম উদ্দিন নদভী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আল্লামা ড. এস এম বেলাল নূর আজিজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু. হাসিব গোলদার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সহসভাপতি শফকত হোসাইন চাটগামী, মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা জাহেদুল হক, ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিমুদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মিশকাতুল ইসলাম, সহসভাপতি শরীফুল ইসলাম আজিজী, ছাত্র মজলিস চট্টগ্রাম দক্ষিণের সাবেক সভাপতি সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন আলেমদের হাতে প্রধান অতিথি সম্মাননা স্মারক তুলে দেন।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড