• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

  কুড়িগ্রাম প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৮
কর্মশালায় অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ১৮৭৩টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ৩৫ হাজার ৭৮৯টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৯২হাজার ৬১৪জন শিশুকে লাল রঙের এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পক্ষকাল ব্যাপী ক্যাম্পেইনে ইপিআই কেন্দ্র সমূহে আগামী ৪ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে একটি অবহিত করণ কর্মশালার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উল সিদ্দিকী, সদর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রমুখ।

অনুষ্ঠানে প্রোজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুল হান্নান। এবারে জেলায় তিনটি পৌরসভাসহ ৯টি উপজেলায় ৪৪৮জন স্বাস্থ্যকর্মী, ২৩৮জন পরিবার পরিকল্পনা কর্মী এবং ২২৮জন সুপারভাইজার কার্যক্রম পরিচালনায় দেকভাল করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড