• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনা আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০২১, ১৩:২৫
চীনা আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : সিবিএস নিউজ)

এশিয়ার পরাশক্তি চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ীই তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের। বেইজিং-তাইপের চলমান উত্তেজনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করল ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের মিডিয়া সিএনএনের টাউন হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার প্রদান ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, তাইওয়ানের প্রতি আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে; ঠিক তেমনই দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাইওয়ানের সঙ্গেও তা রয়েছে।

যদিও জো বাইডেনের এই মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের জানান, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কোনো পরিবর্তন আসবে না।

আরও পড়ুন : মিশিগানে বিনামূল্যে ওয়াটার ফিল্টার বিতরণ শুরু

বিশ্লেষকদের মতে, গেল কয়েক মাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করেছিল। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছিলেন, তাইওয়ান কখনো চীনের কাছে মাথা নত করবে না।

আরও পড়ুন : সড়ক থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক, পরে মুক্তি

উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীন। যদিও তাইওয়ান শুরু থেকে নিজেদের পৃথক রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড