• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার টিকা নিলেন নেতানিয়াহু

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর ২০২০, ১০:৪৬
করোনার টিকা নিলেন নেতানিয়াহু
করোনার ভ্যাকসিন নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ছবি : জেরুজালেম পোস্ট)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে শনিবার (১৯ ডিসেম্বর) থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই কর্মসূচি শুরুর পর দেশটিতে প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন ৭১ বছর বয়সী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর আল-জাজিরার।

টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, ভ্যাকসিনের প্রতি নাগরিকদের উৎসাহিত করতেই আমি সবার আগে টিকা নিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এদিন টিকা গ্রহণ করেন। তেল আবিব সংলগ্ন একটি মেডিক্যাল সেন্টার থেকে টিকাদান কর্মসূচিটি সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু আশাবাদ জানিয়ে বলেন, শিগগিরই লোকজন তাদের কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারবে। টিকাদান কর্মসূচির মাধ্যমে করোনা বিধিনিষেধের ইতি ঘটতে শুরু করবে।

আরও পড়ুন : সাইবার হামলার জন্য রাশিয়াকে দুষছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের মধ্যেই দেশের ২০ শতাংশ মানুষের জন্য টিকা সংগ্রহ করতে চায় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার প্রথম চালান ইসরায়েলে পৌঁছায় গত সপ্তাহে। এরই মধ্যে মার্ডানা ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও অর্ডার করেছে দেশটি।

আরও পড়ুন : আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান কর্মসূচির আওতায় রবিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দেশজুড়ে ১০টি হাসপাতাল ও টিকা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। যদিও টিকা দেওয়ার ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড