• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো 

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৬
করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো 
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো (ছবি : ফ্রান্স ২৪)

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহামারি ভাইরাসটির উপসর্গ দেখা দেওয়ায় সম্প্রতি তার শরীরে করোনার উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হয়। মূলত এর পরপরই তিনি করোনা পজিটিভ বলে ফলাফল আসে।

ফরাসি রাষ্ট্রপতির ভবন এলিসি প্যালেস থেকে পাঠানো বিবৃতির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে ম্যাক্রোকে আইসোলেশন করে রাখা হয়েছে। এখন থেকে তিনি নিজ বাসভবনে থেকেই অফিস করবেন। এবার তাকে মাত্র সাত দিনের জন্য চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, করোনার দ্বিতীয় ও তৃতীয় ধাক্কা সামলাতে ফ্রান্সে চলতি সপ্তাহে রাতের কারফিউ জারি করা হয়েছে।

আরও পড়ুন : ৬ জানুয়ারির অপেক্ষায় ট্রাম্প, সেদিন কী ঘটবে যুক্তরাষ্ট্রে?

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৯ হাজার ৬২ জন নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬০ হাজার মানুষ।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা তুরস্কের সার্বভৌমত্বকে হুমকি দিচ্ছে : এরদোগান

উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতাদের মধ্যে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আক্রান্ত হন। আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্টও। এর মধ্যে জনসন সবচেয়ে বেশি ভুগেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড