• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে তুরস্ককে পাশে চায় রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০২
আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে তুরস্ককে পাশে চায় রাশিয়া
সীমান্তে গোলাবর্ষণ করছে তুর্কি সেনারা (ছবি : প্রতীকী)

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে কাজ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। চলমান এই সংঘর্ষে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের পক্ষে অবস্থান নিয়েছে এরদোগানের দেশ তুরস্ক। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার পক্ষ থেকে আহ্বানটি জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা তৃতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হওয়া মঙ্গলবারও লড়াই চালিয়ে গেছে উভয় দেশের সেনারা। এরই মধ্যে নারী ও শিশুসহ অন্তত শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তেইয়্যেপ এরদোগান বলেছেন, আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূখণ্ড ছাড়তে হবে। অন্য দিকে এ সংঘাত থেকে তুরস্ককে দূরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আর্মেনিয়া।

আরও পড়ুন : তুর্কি গোলায় আর্মেনিয়ার যুদ্ধবিমান ধ্বংসের রোমহর্ষক ভিডিও প্রকাশ

সোমবার (২৮ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা সব পক্ষকে বিশেষ করে মিত্র দেশ তুরস্কের প্রতি আহ্বান জানাচ্ছে। যুদ্ধবিরতি ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সম্ভাব্য সবকিছু করার জন্য আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে সকল পক্ষকে কোনো ধরনের সমর্থন ও সামরিক কর্মকাণ্ড জ্বলন্ত আগুনে ঘি ঢালবে নিশ্চিতভাবে।

আরও পড়ুন : আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে কাকে সমর্থন দিচ্ছে ইরান?

আর্মেনিয়া অভিযোগ করেছে, আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক সংঘাতে ভাড়াটে সেনা পাঠাচ্ছে। এই অভিযোগ অস্বীকার করে আসছে আঙ্কারা।

তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশগুলোর একটি সামরিক জোটের সদস্য রাশিয়া। যে জোটে আর্মেনিয়া রয়েছে এবং দেশটিতে একটি রুশ সামরিক ঘাঁটি রয়েছে। অবশ্য আজারবাইজান ও আর্মেনিয়া, উভয় দেশের কাছেই অস্ত্র সরবরাহ করে মস্কো।

আরও পড়ুন : ধর্মই কি মূল কারণ আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের নেপথ্যে?

পেসকভ জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে তিন দেশের সঙ্গেই নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড