• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ড্রোন হামলার জন্য তুরস্ককে দোষারোপ ইরাকের, সফর বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট ২০২০, ১০:২৫
ড্রোন হামলার জন্য তুরস্ককে দোষারোপ ইরাকের, সফর বাতিল
ড্রোন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে (ছবি : প্রতীকী)

ইরাকের উত্তরাঞ্চলে এক ড্রোন হামলায় দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় শক্তিশালী তুরস্ককে দায়ী করেছে বাগদাদ। এর জেরে মন্ত্রী পর্যায়ের একটি সফর বাতিলের পাশাপাশি বুধবার (১২ আগস্ট) তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) ইরাকের ইবরিল প্রদেশে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ড্রোন হামলায় সীমান্ত রক্ষা ব্যাটেলিয়নের দুই কমান্ডার ও তাদের গাড়িচালক নিহত হয়। একে তুরস্কের ঘৃণ্য ড্রোন হামলা আখ্যা দিয়েছেন ইরাকি কর্মকর্তারা। ওই অঞ্চলের ‘সন্ত্রাসী অবস্থান’ লক্ষ্য করে বেশ কিছুদিন ধরেই সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) নামের গোষ্ঠীটিকে সন্ত্রাসী বলে বিবেচনা করে আঙ্কারা। তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরে গত মধ্য জুন থেকে অভিযান চালাচ্ছে তুর্কি বাহিনী তবে গত মঙ্গলবারই প্রথমবারের মতো তুর্কি হামলায় ইরাকি বাহিনীর কোনো কর্মকর্তা নিহত হয়।

আরও পড়ুন : নিজেদের শহরেই ভুলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

তুরস্কের ওই অভিযানের প্রতিবাদ জানাতে আগেও দুইবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার তাকে আবারও তলব করে এবারে কঠিন ভাষায় প্রতিবাদলিপি ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন : বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল

এছাড়া ইরাকি মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত সফরে আর বাগদাদে স্বাগত জানানো হবে না।

আরও পড়ুন : যেভাবে রুশ যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালাল মার্কিন বোমারু বিমান

মঙ্গলবার ইবরিল প্রদেশে পিকেকে যোদ্ধা ও ইরাকি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে জরুরি বৈঠকে বসে উভয় পক্ষ। ওই বৈঠক লক্ষ্য করেই তুরস্ক ড্রোন হামলা চালায় বলে জানিয়েছেন সিদাকান শহরের মেয়র ইশান ছালাবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড