• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিংগাইরে জাইকার মাল্টিমিডিয়া প্রজেক্টর পেলো ২০ শিক্ষা প্রতিষ্ঠান

  মিলন মাহমুদ, সিংগাইর:

৩০ এপ্রিল ২০২৪, ১৮:৪৩
জাইকা

প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিশুদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাপান ইন্টারন্যাশল কো-অপারেশন (জাইকা) এর অর্থায়নে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে। এরমধ্যে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা রয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন তিনি।

প্রজেক্টরপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-উপজেলার রায়দক্ষিন কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, চক পালপাড়া উচ্চ বিদ্যালয়, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়, গোবিন্দল ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, পানিশাইল সামসুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়, বায়রা উচ্চ বিদ্যালয়, ভুমদক্ষিন উচ্চ বিদ্যালয়, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, খাসেরচর মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা, বাহাদিয়া ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহান খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগাইর মডেল সরকারি বিদ্যালয়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা ডেবেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আকতার, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন ও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেনসহ প্রজেক্টরপ্রাপ্ত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড