• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২০, ০৮:৫৯
বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল
সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনা সদস্যরা (ছবি : রয়টার্স)

ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিল ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। সোমবার (১০ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেছেন, বিশ্বের কোনো দেশ আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েলও লেবাননকে আক্রমণ করবে। কেননা এখনই তাদের সঙ্গে যুদ্ধের মোক্ষম সময় এসেছে।

নেসেট ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে গ্যান্টজ হুমকি দিয়ে জানিয়েছেন, যুদ্ধের মাধ্যমেই লেবাননের মারাত্মক পরিণতি হবে।

তিনি বলেছেন, যদিও হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ আমাদের বৃহত্তম শত্রু, তবে তিনি লেবাননের জন্যও বড় ধরনের সমস্যা।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হামাস

গ্যান্টজ জোর দিয়ে বলেন, গত দশকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভঙ্গুর ও অনিশ্চিত ছিল। যদিও এখন আর তা নেই। এসব কারণে ইসরায়েল সব সময় ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার ও সিরিয়ার কার্যক্রম বন্ধের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আরও পড়ুন : ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

গাজা উপত্যকা দখল প্রসঙ্গে গ্যান্টজ বলেন, ইসরায়েলে সম্পূর্ণ শান্তি ও সেখানে অবস্থিত ইহুদি ভাইদের ফিরিয়ে আনা ব্যতীত গাজার প্রতি আমাদের কোনো আগ্রহই নেই।

আরও পড়ুন : গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিলে ফিলিস্তিনের প্রতিরোধ দল হামাস চারজন ইসরায়েলি সেনাকে বন্দি করে। এছাড়াও গাজায় ২০১৪ সালে ইসরায়েলি সেনা অরন শোল নামে একজন নিখোঁজ হন।

সূত্র : ইয়েনি সাফাক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড