• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালতের কাঠগড়ায় ১৩ টিয়াকে দাঁড় করালেন ‌বিচারক!‌

  ভিন্ন খবর ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ২০:৫৯
টিয়া
টিয়াপাখি (ছবি : সংগৃহীত)

আদালতের কাঠগড়ায় ১৩টি টিয়াপাখি! বিষয়টি অবাক করার মতো হলেও ঘটনাটি সত্যি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে টিয়াপাখি আবার কী করে অপরাধ করতে পারে? তারা কী আসলেই কাঠগড়ায় দাঁড়ানোর মতো দোষ করতে পারে? টিয়াগুলো‌ একেবারে কোনো দোষ করেন নি। তাদের অন্য দেশে পাচার করা হচ্ছিল। এটা প্রমাণ করতেই আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে আনা হয় নিরীহ টিয়া পাখিগুলোকে।

বুধবার ভারতের দিল্লির একটি আদালতের কাঠগড়ায় খাঁচায় করে ওই ১৩টি টিয়াকে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে অভিযুক্ত পাচারকারী আনভারজন রাখমাজোনোভকেও আনা হয়।

উজবেকিস্তানের এই নাগরিককে ১৩টি টিয়াসহ বুধবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল দেশটির সিআইএসএফ।

জানা যায়, টিয়াগুলোকে জুতার বাক্সের ভেতরে করে পাচারের চেষ্টা করছিল আনভারজন রাখমাজোনোভ নামের ওই ব্যক্তি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আনভারজন স্বীকার করেছে যে, পুরনো দিল্লির এক পাখি বিক্রেতার কাছ থেকে টিয়াগুলোকে কিনে নিজ দেশে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। কারণ উজবেকিস্তানে টিয়া অমিল হওয়ায় সেখানে এই পাখির প্রচুর চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

পাখিগুলোকে আদালতে হাজিরের কারণ হিসেবে শুল্ক দপ্তরের আইনজীবী পি সি শর্মা জানান, ‌ভারতীয় আইন অনুযায়ী, মামলা উল্লেখ্য কোনো সম্পত্তি বা এমন কিছু যার সঙ্গে মামলার যোগাযোগ আছে, তা আদালতে পেশ করতেই হয়। আর যেহেতু টিয়াগুলো জীবন্ত, তাই সেগুলোকে আদালতে পেশ করতে হয়েছিল। পাচারকারী পাখিগুলো দেশের বাইরে পাচারের চেষ্টা করছিল। বন্য প্রাণী আইন অনুযায়ী, ভারতে টিয়া বিক্রি বেআইনি হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুল্ক দপ্তর।‌ খবর আজকাল।

অভিযুক্ত আনভারজন জামিনের আবেদন জানালেও আদালত তা অগ্রাহ্য করে ৩০ তারিখ পর্যন্ত তাকে বিচার বিভাগীয় হেফাজতের রাখার নির্দেশ দিয়েছেন। টিয়াগুলোকে ওখলা পাখিরালয়ে পাঠানোর লিখিত আদেশ দিয়েছেন বিচারক।

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড