• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

উবারে জন্ম নেওয়ায় সন্তানের নাম রাখলেন উবার

  ফিচার ডেস্ক

০৩ জুন ২০১৯, ২২:০৭
উবার
গাড়িতে চড়ার কয়েক মিনিটের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। (ছবি : সংগৃহীত)

গাড়ির মধ্যে সন্তান জন্মদানের ঘটনা হামেশাই ঘটে থাকে। তবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের গাড়িতে সন্তান জন্ম দিয়ে হৈ চোই ফেলে দিয়েছেন এক নারী। আডা লুগুতেরা নামের ওই নারী উবার গাড়ির মধ্যে জন্ম নেওয়া সন্তানের নাম রাখতে চলেছেন ‘উবার’।

বেশ কয়েক বছর ধরেই লন্ডনে বসবাস করছেন উবার চালক ক্রুনাল। তিনি ভারতের গুজরাট অঞ্চলের বাসিন্দা। সে দিন তার গাড়িতে ওঠেন অন্তঃসত্তা লুগুতেরা। তার সাথে ছিলেন তার বাবা এবং ছোট বোন। তাদের গন্তব্য থমাস হসপিটাল। ইস্ট লন্ডন থেকে তারা স্বাভাবিকভাবেই রওয়ানা দেন হাসপাতালের উদ্দেশ্যে।

গাড়িতে চড়ার কয়েক মিনিটের মধ্যেই আডা লুগুতেরা টের পান তার গর্ভের সন্তানের আর তর সইছে না পৃথিবীতে আসার জন্য। এর মিনিট কয়েক পরই তিনি জন্মদেন এক ফুটফুটে সন্তান।

তার এভাবে সন্তান জন্মদানের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্রিটিশ গণমাধ্যমেও এটি বেশ প্রভাব ফেলেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা স্কাই নিউজকে আডা লুগুতেরা জানান, ‘ভেবেছিলাম আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে। এর মধ্যে হাসপাতালে পৌছে যেতে পারবো। কিন্তু উবারে চড়ার কয়েক মিনিটের মধ্যে পেটের মধ্যে সে জানান দিল এবং দেরি না করে গাড়ির মধ্যেই প্রসব হলো।‘

তিনি বলেন, ‘সন্তান প্রসব করার পর তাকে প্রথম কোলে নেয় আমার বোন। এই সময়ে উবারের চালক অ্যাম্বুলেন্সে ফোন করেন। আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম কোন ঝামেলা হয় কীনা। কিন্তু আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অ্যাম্বুলেন্স পৌঁছে যায় কয়েক মিনিটের মধ্যেই।'

তিনি উবার চালক ক্রুনাল এর প্রশংসা করে বলেন, মানুষটি অনেক সহায়ক। সত্যিই অনেক ভাল তিনি। কত আন্তরিকতায় পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন।‘

চার বছর আগে আরও একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী লুগুতেরা।

সূত্র : স্কাই নিউজ

ওডি/এসএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড