• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পোষ্য পাখির আক্রমণে প্রাণ গেল মালিকের

  ভিন্ন খবর ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, ১০:১১
ক্যাসোওয়ারি
ক্যাসোওয়ারি পাখি (ছবি : ইন্টারনেট)

মাঝে মাঝে নিজের পোষা প্রাণিই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হয়তো পোষা কুকুরের কামড়ে মনিব আহত হয় কিংবা পোষা প্রাণিই ঘরের কাউকে আঘাত করে বসে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যা হলো তা সত্যিই কষ্টদায়ক।

পোষ্য পাখির আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। ক্যাসোওয়ারি নামের ওই পাখিটি খুন করেছে তার মালিককে। বিরাট চেহারার এই পাখিটিকে পৃথিবীর ভয়াবহতম পাখি বলে জানিয়েছেন পক্ষী বিশারদরা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ গিনিতে পাওয়া যায় এই পাখিটিকে।

জানা যায়, ফ্লোরিডার বাসিন্দা মারভিন হাজোস নিজের ফার্ম হাউসে এনে রেখেছিলেন একটি ক্যাসোওয়ারি। গত শুক্রবার (১২ এপ্রিল) মারভিন পাখিটিকে খাবার দিতে যান। আর তখনই তাকে আক্রমণ করে পাখিটি।

মারভিনের বান্ধবী পুলিশকে খবর দিলে তারা তাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার সংগ্রহে আরও কিছু বিরল প্রজাতির প্রাণি ছিল। তবে বিপজ্জনক এই পাখি রাখার অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পাখিটি অস্ট্রিচ প্রজাতির। এর সারা গা কালো পালকে ঢাকা, লম্বা পা এবং ধারালো চঞ্চু রয়েছে। চেহারার তুলনায় ডানা ছোট হওয়ায় এই পাখি উড়তে পারে না। এই পাখিটি এতটাই বিপজ্জনক যে চিড়িয়াখানার অভিজ্ঞ কর্মীরাও এই পাখির সামনে যেতে ভয় পায়।

ওডি/এনএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড