• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফ্রিকান মুদ্রা বিক্রি হচ্ছে কেজি দরে!

  অধিকার ডেস্ক    ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৬

টাকা
বাজারে বিক্রি হচ্ছে টাকা (ছবি : ইন্টারনেট)

আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ড। সেখানে রাস্তার পাশে বিক্রি হচ্ছে বস্তা ভর্তি 'শিলিং' (স্থানীয় মুদ্রা)। নিশ্চয়ই ভাবছেন কোনো রূপকথার গল্প বলছি। তবে যা বলছি তা কিন্তু একদমই নয়। মুদ্রা বিক্রির এমন বিচিত্র বাজার সত্যিই রয়েছে সেখানে।

দিন দুপুরে খোলা রাস্তায় বিক্রেতারা জড়ো হচ্ছে ব্যাগে ভর্তি শিলিং নিয়ে। বিনিময় প্রথার মাধ্যমে বিক্রি করছেন তা।

একটা সময় বিনিময় প্রথার প্রচলন ছিল ঠিকই কিন্তু তা বেশ পুরোনো কথা। এই ২১ শতকেও কি এমন কিছু সম্ভব? মূলত সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই এরজন্য দায়ী। সেখানে শিলিং এর দাম কমে গেছে ব্যাপকহারে। আর তার জন্যই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির।

২০০০ সালে ১০ হাজার শিলিং এর মূল্যমান ছিল এক ডলারের সমান। ২০১৭ সালের শুরুর দিকে এক ডলারে মিলত ৯ হাজার শিলিং। আর তাই ডলার বা ইউরোর হিসেবে সামান্য খরচেই পাওয়া যেত কয়েক কেজি নোট!

বর্তমানে সোমালিল্যান্ডে শিলিং বেশ মূল্যহীনই বলা চলে। সেখানে এর দাম এতই কম যে মুদ্রা বিক্রির বাজারে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও। এমনকি চোর বা ছিনতাইকারীও এই শিলিং এর ব্যাপারে আগ্রহ দেখান না।

আর তাই তো, রাস্তার পাশে উন্মুক্তভাবেই বিক্রি হচ্ছে বস্তা বস্তা শিলিং!

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড