• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাংসখেকো গাছ!

  অধিকার ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৮, ১১:০১

মাংসখেকো গাছ
ছবি : সংগৃহীত

রূপকথার গল্পে মানুষখেকো গাছের কথা শুনেছি আমরা অনেকেই। যদিও বাস্তবে তার অস্তিত্ব পাওয়া যায়নি। মানুষ খেকো গাছ না থাকলেও মাংস খায় এমন গাছ কিন্তু বাস্তবে রয়েছে। মাংসখেকো এ গাছের বৈজ্ঞানিক নাম ‘নেপেন্থেস অ্যাটেনবারোওঘি’।

দেখে কিন্তু এই গাছকে মোটেও হিংস্র মনে হবে না আপনার। বেশ সুন্দর আর নিরীহ দেখতে এই গাছ। অথচ নানা রকম কীটপতঙ্গ, পোকা-মাকড় গোগ্রাসে গিলে খায় সে। এমনকি এ গাছের খাদ্য তালিকায় রয়েছে বড় বড় ইঁদুরও। গাছটির আকৃতির অনেকটা কলসীর মতো। আর তাই আঞ্চলিক রীতি অনুসারে একে কলসি গাছও বলা হয়ে থাকে।

দেখতে কলসির মতো অংশের অভ্যন্তরে থাকে লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ। যেখানে মধু থাকবে সেখানে পোকা মাকড় আসবে এটিই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে পোকা-মাকড় মধু খেতে আসলে কলসির ভেতর পিছলে পড়লেই বন্ধ হয়ে যায় ওপরের ঢাকনা। আর সেখানেই মৃত্যু ঘটে তার।

কী অদ্ভুত এই মাংসখেকো গাছ, তাই না বলুন!

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড