• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাকা করোনামুক্ত করতে ওভেনে, পুড়ে গেল হাজার হাজার টাকা  

  ভিন্ন খবর ডেস্ক

৩১ মার্চ ২০২০, ১৪:৪৬
চীনা নারী
টাকা করোনা ভাইরাস মুক্ত করছেন চীনা নারী। ছবি: টুইটার থেকে

কাগজের নোটের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই নারী নোট জীবাণু মুক্ত করতে উদ্যত হয়েছিলেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এরপর থেকে অনেকেই নিজেদের মতো করে সতর্কতা অবলম্বন করছেন। কেউ শরীর ঢাকা পোশাক পরে রাস্তায় বের হচ্ছেন। কেউ বা আবার নিজের গোটা ঘরকেই মুড়ে ফেলছেন প্লাস্টিকের মোড়কে। কিন্তু সম্প্রতি চীনের এক নারী যা করেছেন তা বোধহয় ছাপিয়ে গিয়েছে সব কিছুকেই।

কাগজের নোটের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই নারী নোট জীবাণু মুক্ত করতে উদ্যত হয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে তিনি পুড়িয়ে ফেলেছেন ২৮ হাজার টাকারও বেশি নোট।

চীনের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই নারীর নাম আন্ট লি। তিনি থাকেন চীনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন অঞ্চলে। চীনের সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলো তুলে এনেছিলেন তিনি। তার পরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে দেন। ওভেন চালু করার কয়েক মুহূর্ত পরই পুড়ে ছাই হয়ে যায় ওই নোটগুলো।

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড