• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁঠাল পেড়ে খেয়ে ভাইরাল হাতি (ভিডিও)

  ভিন্ন খবর ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৫:৪৮
হাতি
কাঁঠাল পাড়ছে হাতি (ছবি : সংগৃহীত) 

গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে হাতি! সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে একটি হাতি।

অনেকেরই হয়তো জানেন যে, পাকা কাঁঠালের সুঘ্রাণ হাতিকে প্রচণ্ড আকৃষ্ট করে। এ কারণে মাঝে মধ্যে কাঁঠাল বাগানে হামলে পড়তেও দেখা যায় হাতিকে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি হাতি তার শুঁড় দিয়ে অত্যন্ত সুকৌশলে গাছ থেকে কাঁঠাল পেড়ে আনছে।

হাতিটির গাছ থেকে কাঁঠাল পেড়ে খাওয়ার এ দৃশ্য ব্যাপক সাড়া ফেলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে।

ওই ভিডিওটি টুইটারে আপলোড করেছেন এক ভারতীয় বন কর্মকর্তা।

প্রবীণ কাসবান নামের ওই বন কর্মকর্তা ভিডিওটি শেয়ার করে টুইটার ক্যাপশনে লিখেছেন, ‘এই হাতিটির দারুণ প্রতিভা! গাছে চড়ে কাঁঠাল পেড়ে নিচ্ছে, যেটা ওরা খুব ভালোবাসে। এবং কী সুন্দর করে ও খাচ্ছে! হাতিরা পাকা কাঁঠালের গন্ধ বহু দূর থেকে পায়। অনেক সময় মানুষের বসতিতেও এরা হানা দেয় কাঁঠালের গন্ধে।’

অনেকেই মজার মজার ক্যাপশন দিয়ে ভিডিওটি শেয়ার দিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজারের বেশি বার ভিডিওটি দেখা হয়েছে। গত ১১ নভেম্বর ভিডিওটি শেয়ার করা হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড