• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষক মহাসমাবেশে পুলিশের বাধা

  শিক্ষা ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১১:৩৬
মহাসমাবেশ
শিক্ষক মহাসমাবেশে পুলিশের বাধা প্রদান (ছবি : সংগৃহীত)

বেতন-ভাতা আপগ্রেড ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্তির দাবিতে মহাসমাবেশ করতে পারেনি শিক্ষকরা। পুলিশ তাদেরকে শহীদ মিনারে একত্র হতে দেয়নি। শহীদ মিনারে যেতে না দেওয়ায় আশেপাশে মিছিল করেছেন কয়েক হাজার শিক্ষক।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত মোর্চা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এ মহাসমাবেশের ডাক দেয়।

এ দিকে, মহাসমাবেশে যোগ দিতে শিক্ষকদের কর্মস্থল ত্যাগের অনুমতি দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 'আখেরী চাহার সোম্বা' উপলক্ষে সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও এ ছুটি পাননি তারা। অনুমতি না থাকা সত্ত্বেও সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছেন।

শিক্ষকরা জানান, 'প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন না করে কর্তৃপক্ষ শিক্ষকদের সাথে প্রহসনমূলক আচরণ করছেন। এতে করে প্রাথমিক শিক্ষার গুণগত মান কমেছে।'

শিক্ষক নেতারা জানান, 'বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে সাথে সাথে সব কর্মসূচি প্রত্যাহার করা হবে।'

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড