• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিক শিক্ষকদের হোমভিজিটের নির্দেশ

  শিক্ষা ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৩:৩৮
শিক্ষা অধিদপ্তর লোগো
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ছবি: সংগৃহীত)

শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নতিকরণ ও শতভাগ শিশু ভর্তির লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের হোমভিজিট করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, একশ শতাংশ শিশু ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষক অভিভাবক নিবিড় সম্পর্ক সৃষ্টি, শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নতিকল্পে প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের হোমভিজিট করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। হোমভিজিট নিশ্চিতকরণে বিভিন্ন সময়ে মাঠপর্যায়ে ইতোমধ্যে পত্রও পাঠানো হয়েছে।

নিয়মিত হোমভিজিট হচ্ছে কি না বিদ্যালয় পরিদর্শনের সময় তা যাচাই করতেও কর্মকর্তাগণকে নির্দেশনা দেওয়া আছে।

এছাড়াও বিভাগীয় উপপরিচালক তার নিয়ন্ত্রণাধীন প্রতিটি জেলা থেকে ন্যূনতম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৫-৭ শিক্ষক বিশিষ্ট) গত সেপ্টেম্বরের হোমভিজিট সরেজমিনে যাচাই-বাছাই করে আগামী ৩৩ কর্মদিবসের মধ্যে হার্ড কপি প্রেরণের নির্দেশ দিয়েছেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড