• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নার্স হিসেবে স্বীকৃতি মিলছে না আট হাজার শিক্ষার্থীর

  শিক্ষা ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ১৫:১৯
নার্সদের দ্রুত নিবন্ধন দেওয়ার দাবিতে মানববন্ধনে নেতারা
নার্সদের দ্রুত নিবন্ধন দেওয়ার দাবিতে মানববন্ধনে নেতারা (ছবি: সংগৃহীত)

নার্সদের কম্প্রিহেনসিভ লাইসেন্স বা নিবন্ধন পরীক্ষা বন্ধ রয়েছে প্রায় এক বছর। পরীক্ষা শেষ হওয়ার বছর পেরোলেও নার্স হিসেবে স্বীকৃতি মিলছে না আট হাজারেরও বেশি শিক্ষার্থীর। কারিগরি শিক্ষা বোর্ডের এক মামলার জেরে নিবন্ধন পরীক্ষা স্থগিত রয়েছে তাদের।

শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে পরীক্ষা বন্ধ থাকার প্রতিবাদ ও দ্রুত নিবন্ধন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে লাইসেন্সিং পরীক্ষা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংগ্রাম পরিষদের সভাপতি আবিদা সুলতানা জানান, কারিগরি বোর্ড নিবন্ধন দাবি করার জেরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করে আট হাজারেরও বেশি শিক্ষার্থীর নিবন্ধন পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আমরা দ্রুত নিবন্ধন পরীক্ষা আয়োজনের দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নার্সিং স্টুডেন্ট ভর্তির ব্যবস্থা থাকলেও কারিগরিতে তা নেই। স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, জিপিএ, বয়স, সেশন জেলা ও নারী-পুরুষ কোটা বিবেচনা করলেও কারিগরি শিক্ষা বোর্ডে এর কোনোটিই মানা হয় না।

জরুরি ভিত্তিতে এ বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মামুন হোসেন।

অপেক্ষায় থাকা নিবন্ধন পরীক্ষার্থী শাহনাজ বলেন, পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে অন্তর্ভুক্তির দাবি অযৌক্তিক। তাদের নিবন্ধন দেওয়া হলে নার্সিং শিক্ষা নীতিমালা বাস্তবায়নে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। হাসপাতালে সেবার মানও ধ্বংস হবে বলে তিনি মনে করেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড