• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মাদ্রাসায় নবসৃষ্ট পদে নিয়োগে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে’

  শিক্ষা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৯
মাদ্রাসা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি : সংগৃহীত)

মাদ্রাসায় নবসৃষ্ট পদে নিয়োগে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, স্কুল-কলেজের মতোই মাদ্রাসার শিক্ষকরাও সুযোগ পাবে। এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাই বিষয়টি নবসৃষ্ট পদে নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-এর নতুন সকল পদসমূহে চলতি অর্থবছরেই শিক্ষক-কর্মচারী নিয়োগ দানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদন পেশ করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শেরে বাংলানগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে লিখিত আবেদন করেন তারা। এ সময় মাদ্রাসায় নবসৃষ্ট পদে নিয়োগে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় তিনি জানান, অর্থসচিব দেশের বাইরে আছে উনি আসলে বিষয়টি নিয়ে আলোচনা করবো। মাদ্রাসার উন্নয়নে দ্রুত সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড