• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেতন বৃদ্ধির দাবি প্রত্যাখ্যানে প্রাথমিক শিক্ষক নেতাদের ক্ষোভ

  শিক্ষা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪
শিক্ষক সমিতি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (ছবি : সংগৃহীত)

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় প্রত্যাখান করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে এক জরুরি সভা আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি প্রত্যাখ্যান করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক নেতারা।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সুযোগ নেই বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রবিবার (৮ সেপ্টেম্বর) গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে প্রাথমিক শিক্ষকদের বিদ্যমান বেতন যথাযথ রয়েছে বলে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড যথাযথ ও সঠিক থাকায় প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড-১০ ও সহকারী শিক্ষক পদের বেতন গ্রেড-১২তে উন্নীতকরণের সুযোগ নেই।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড