• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষাপ্রতিষ্ঠানে দুইটি করে গাছ লাগাতে নির্দেশনা জারি

  শিক্ষা ডেস্ক

২১ আগস্ট ২০১৯, ১২:৩২
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

সারাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুইটি করে গাছের চারা লাগানোর নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন জানান, আজকালের মধ্যে এ বিষয়ে সারাদেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়ে সরকারের এ নির্দেশের কথা জানানো হবে।

তিনি আরও বলেন, দুইটি গাছের মধ্যে একটি ফলদ এবং একটি বনজ গাছের চারা লাগানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগস্ট মাসজুড়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুইটি করে গাছ লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড