• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেএসসিতে ঢাকা বোর্ডের ইংরেজি ভার্সনের পরীক্ষা হবে ৪ কেন্দ্রে

  শিক্ষা ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১১:৫৭
ইংরেজি ভার্সন
ছবি : প্রতীকী

আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকা বোর্ডের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য চারটি পৃথক কেন্দ্র নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গেল বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নির্ধারিত ওই চার কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে বোর্ডের ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। কিন্তু বাংলা ভার্সনের পরীক্ষা পূর্বনির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়া, জেএসসির রেজিস্ট্রেশন কার্ডে ভুল থাকলে ২১ আগস্টের মধ্যে বোর্ডকে জানাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ওই চার কেন্দ্রের মধ্যে রয়েছে- রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, উত্তরার নওয়ার হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ঢাকা ক্যান্টনমেন্টর মুসলিম মর্ডান অ্যাকাডেমি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড