• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

  শিক্ষা ডেস্ক

০২ জুলাই ২০১৯, ২১:২৬
পিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (ছবি : সংগৃহীত)

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতির জন্য ইতোমধ্যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, শুধু ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ১ হাজার ৩৭৫টি পদের বিপরীতে ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষা গ্রহণের জন্য কমিশনের নিজস্ব কোনো হল না থাকায়, এত বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্ম-কমিশনকে গ্রহণ করতে হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড