• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ থেকে জাতীয় শিক্ষা সেবা সপ্তাহ শুরু

  শিক্ষা ডেস্ক

২৪ জুন ২০১৯, ১৪:২৯
র‌্যালি
বর্ণাঢ্য র‌্যালির আয়োজন (ছবি : সম্পাদিত)

আজ থেকে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সেবা সপ্তাহ-২০১৯। ‘মানসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার (২৪ জুন) থেকে শুরু হওয়া এ শিক্ষা সেবা সপ্তাহ শেষ হবে আগামী ৩০ জুন।

সোমবার শিক্ষা অধিদপ্তরে শিক্ষা সেবা সপ্তাহের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করা হবে জাতীয় শিক্ষা সেবা সপ্তাহ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকদের এ বিষয়ে চিঠি দিয়ে শিক্ষা সেবা সপ্তাহ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে শিক্ষা সেবা সপ্তাহের সকল উপকরণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড