• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে নিয়োগ পরীক্ষা বাতিল হবে’

  শিক্ষা ডেস্ক

১৬ জুন ২০১৯, ২০:৪২
মো. জাকির হোসেন
গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ছবি : সম্পাদিত)

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রবিবার (১৬ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায় তাহলে পরীক্ষা বাতিল করা হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রশ্ন ফাঁসের অভিযোগগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে। তারা অভিযোগগুলো তদন্ত করে দেখছেন। তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ ও ৩১ মে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ১ম ও ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২য় ধাপের পরীক্ষায় সাতক্ষীরা, পাবনা, পটুয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। গত ২১ মে প্রশ্ন ফাঁসের অভিযোগে সাতক্ষীরায় ২১ জনকে গত ৩১ মে পটুয়াখালীতে ১৩ জনকে একবছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই ধাপের পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ বা জড়িত থাকার দায়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। এরপর থেকেই বেশ কিছু প্রার্থী এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিল।

উল্লেখ্য, আগামী ২১ জুন শিক্ষক নিয়োগের ৩য় ধাপের এবং আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড