• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের শিক্ষক নিয়োগে সংশোধিত পরীক্ষার সূচি প্রকাশ

  শিক্ষা ডেস্ক

১৭ মে ২০১৯, ১৭:৪২
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ছবি : সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার তৃতীয় ও চতুর্থ ধাপের সংশোধিত সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বৃহস্পতিবার (১৬ মে) পরীক্ষার সংশোধিত তারিখ এবং কোন ধাপে কোন কোন জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তা প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে ১২ হাজার পদের বিপরীতে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

রাজস্ব খাত ভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ লিখিত পরীক্ষার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ১৪ জুন এবং শেষ ধাপে ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

নতুন সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে নেয়া হবে। তবে তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা হবে ২৮ জুন অনুষ্ঠিত হবে বলে ডিপিই’র সিনিয়র সহকারী সচিব মো. আতিক এস বি সাত্তার স্বাক্ষরিত সূচিতে জানানো হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড